আলিপুরদুয়ার ,৯মে : জাতীয় সড়কে পথ দুর্ঘটনা মৃত্যু হল দু’জনের । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার হাসিমারা গুরুদুয়ারা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে ।
মাদারিহাটগামী একটি লরির সঙ্গে আলিপুরদুয়ারগামী আম বোঝাই একটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে ছোটো গাড়ির চালক সুশেন দাস ও গাড়িতে থাকা রবীন্দ্র বারুই এর মৃত্যু হয় । ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও গাড়ি দুটোকে আটক করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শনিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।