শিলিগুড়ি , ১৫ মে : হাসপাতালে চুরি , গ্রেফতার ২ । ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল থেকে দুটি পাম্প মেশিন, একটি রড কাটার মেশিন রাতের অন্ধকারে চুরি হয়। চুরির অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে ফাঁসিদেওয়া থানা পুলিশ ২ যুবককে গ্রেফতার করল।
ধৃতদের কাছে একটি পাম্প মেশিন উদ্ধার করে পুলিশ। ধৃতরা জিজ্ঞাসাবাদ করার পর চুরির ঘটনা স্বীকার করেছে। ধৃতদের নাম সুরেশ রাউত(৩৩), দীপঙ্কর রায় (২২)। ধৃতরা ফাঁসিদেওয়া এলাকার বাসিন্দা । আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে । ঘটনায় আরও কারা জড়িত রয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।