আলিপুরদুয়ার , ৪ মে : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি মালবাহী ট্রাক । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সোমবার বিকেল নাগাদ ফালাকাটা – বীরপাড়া জাতীয় সড়কের পাশে জটেশ্বর পার্ক লাগোয়া ছোট পুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে পাশের নয়নজুলিতে উল্টে পরে যায় । এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই । মঙ্গলবার সকালে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ।