শিলিগুড়ি , ২১ জুন : হরিণের শিং সহ দুই পাচারকারী গ্রেপ্তার ।
হরিণের শিং সহ দুই পাচারকারীকে আটক করেছে এসএসবি । সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসএসবি সদস্যরা অভিযান চালিয়ে হরিণের শিং সহ দুই পাচারকারীকে আটক করে ।
এরপর SSB জওয়ানরা হরিণের শিং সহ চোরাকারবারীদের বন বিভাগের হাতে তুলে দেন । চোরাকারবারীরা বিহার থেকে হরিণের শিং নিয়ে এসেছে বলে জানা গেছে । দুই পাচারকারীই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে । পাচারকারীদের আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বন বিভাগ ।