জলপাইগুড়ি ,১০মে : যক্ষা আক্রান্তদের পাশে দাঁড়াল সমাজ ও নদী বাঁচাও কমিটি। মুখের স্বাদ বদলাতে তাদের হাতে তুলে দেওয়া হল টিফিনের প্যাকেট। পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের যাতে করোনা পরীক্ষা করা হয় সেই দাবীও জানায় কমিটি।
বর্তমানে জলপাইগুড়ি রানী অঅশ্রুমতী টি বি হাসপাতালে পুরুষ ও মহিলা মিলিয়ে ১১জন রোগী রয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। যাদের এখনও করোনা সংক্রান্ত কোনো পরীক্ষা হয়নি বলে দাবী করেন কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জী । পাশাপাশি এই হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানালেন লালারসে নমুনা পরীক্ষা করলে ভালই সকলের পক্ষে ।