- স্বর্ন ব্যবসায়ীকে গুলি
- ছিনতাই করে চম্পট দুস্কৃতীরা
- গুরুতর জখম স্বর্ণ বিক্রেতা
এক স্বর্ন ব্যবসায়ীকে গুলি করে সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে চম্পট দেয় দুস্কৃতীরা বলে অভিযোগ। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া এলাকায়৷ স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম স্বর্ণ বিক্রেতা গোপাল বর্মনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।পরে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বর্মন বস্তির বাসিন্দা স্বর্ণ ব্যাবসায়ী গোপাল বর্মন দাসপাড়ায় তার জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।সেসময় মোটরবাইকে এসে দুস্কৃতীরা তার পথ আটকে গুলি করে তাঁর কাছে থাকা সোনার গহনা ও নগদ পাঁচলক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাদিন্দারা। তারাই গুরুতর জখম স্বর্ণ ব্যাবসায়ী গোপাল বর্মনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।