- দিনমজুরের মৃতদেহ উদ্ধার
- মৃতের নাম মনোরঞ্জন রজক
- কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ
খবর সময়,মালদা :
বাড়ির পাশের জমি থেকে রহস্যজনক অবস্থায় এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করল পুলিশ।সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে গাজোল থানার রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে।পুলিশ জানিয়েছেন মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন রজক (৩১)।মৃতদেহের কাছ থেকে কীটনাশকের দুটি ছোট শিশি উদ্ধার হয়েছে। তাতেই পুলিশের ধারণা বিষ খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারে ওই ব্যক্তি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছন,শ্রমিকের কাজ করতে যাওয়ার জন্য স্থানীয় এক ঠিকাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলো মনোরঞ্জন।মাদকের নেশায় সে টাকা খরচ হয়ে যায়।এর পরেই টাকা ফেরত দিতে না পেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে l তদন্ত শুরু করেছে পুলিশ।