শিলিগুড়ি , ২০ নভেম্বর : রাজ্যের দুঃস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্য সরকারের তরফে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করা হয়েছে । শনিবার আনুষ্ঠানিকভাবে গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলায় ২৯ জন আবেদনকারী ছাত্র-ছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল। এদিন দুপুরে শিলিগুড়ি মহকুমা শাসকের বাংলোতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড গুলো তুলে দিলেন দার্জিলিংয়ের জেলাশাসক পুনমবালাম এস ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক শ্রী নিবাসন ভেঙ্কটশ রাও পাতিল । জানা গেছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য সহজেই ছাত্রছাত্রীরা ঋণ পেতে পারবে। অন্যদিকে রাজ্য সরকারের এই উদ্যোগ খুশির ছাত্রছাত্রীরা। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জানিয়েছেন ছাত্র ছাত্রীরা ।