শিলিগুড়ি , ২৩ মার্চ : শান্তিপূর্ণভাবে যাতে বাংলায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হয় সেই কারনে নানান ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন । আধা সামরিক বাহিনী , সিসিটিভি ক্যামেরা , বিশেষ নজরদারির জন্য টিম ইতিমধ্যেই প্রস্তুত করেছে নির্বাচন কমিশন । আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে করে কোন রকম অশান্তির ঘটনা বাংলায় না ঘটে সেদিকে তাকিয়েই কোন দিকেই কোনরকম নজরদারি বা বিশেষ ব্যবস্থার খামতি রাখতে রাজি নন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল । দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করতে সোমবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল আরোরা ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর সাথে এসেছেন রাজ্য পুলিশের স্পেশাল অবজারভার বিবেক দুবে । রাজ্য পুলিশের এডিজি জগমোহন সহ মোট ১৩ জন আধিকারিক । অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করতে মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা , সুদীপ জৈন , সুশীল চন্দ্র , রাজীব কুমার সহ মোট ৬ সদস্যের প্রতিনিধি দল ।
উত্তরবঙ্গের ভোট পর্ব শান্তিপূর্ণভাবে মেটাতে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে নির্বাচন কমিশন এর প্রতিনিধি দল আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৈঠক করবেন বলে জানা গিয়েছে । মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রতিনিধিদল শিলিগুড়ি শহর লাগোয়া শুকনার একটি বেসরকারি হোটেলে বৈঠকে বসেন । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন , বাংলায় যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সেই কারণেই পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠকে বসা । নির্বাচন কমিশন সব দিকেই নজর রাখছে । কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে যাতে ভোটাররা ভোট দিতে আসতে পারেন মূলত সেদিকে তাকিয়েই এই বৈঠক ।