কোচবিহার , ৬ জুন : কোচবিহারের ল্যান্সডাউন হলে জেলার দুই মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জেলাশাসক পবন কাডিয়ান ও উত্তরবঙ্গের অফিসার স্পেশাল ডিউটি সুশান্ত রায়ের তত্ত্বাবধানে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ।
সুশান্তবাবু জানিয়েছেন যে অভিযোগ ছিল যে ঠিকমত রিপোর্ট আসছে না , সমস্যা রয়েছে । দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে এবং খুব শীঘ্রই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরকে কোচবিহারে নিয়ে এসে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার ব্যাপারে সচেতনতামূলক আলোচনা সভার করার ইচ্ছে প্রকাশ করেন। এছাড়াও করোনা ভাইরাসের ডেনসিটি কিন্তু প্রথমে যেভাবে বেশি ছিল এখন আস্তে আস্তে কমছে এমনটাই দাবি করেন তিনি । আতঙ্কের কিছু নেই । মাস্ক সোশ্যাল ডিসটেন্স করতেই হবে এবং বাজারঘাটে অযথা ভিড়ের বিরুদ্ধে প্রচার করার প্রস্তাব দেন উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়।