আলিপুরদুয়ার , ১২ মে : বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার । উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিকবরাইক ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা , বীরপাড়া হাসপাতালের সুপার ডাঃ কৌশিক গড়াই সহ অন্যান্যরা । এদিন মন্ত্রী বুলু চিকবরাইক ও জেলাশাসক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি কথা বলেন রোগীদের সঙ্গেও । পরে হাসপাতালের চিকিৎসক , নার্সদের আবাসন চত্বরও ঘুরে দেখেন । হাসপাতালের সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।