শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীদের কর্মবিরতির আজ তৃতীয় দিন । এদিন আন্দোলনকারী নেতা জানায় , বৃহস্পতিবার অশোক ভট্টাচার্যের সাথে তারা বৈঠকে বসেছিল সেখানে কোনো সমাধান সূত্র বের হয়নি । আজ পর্যটন মন্ত্রী গৌতম দেব তাদের সাথে বৈঠক করতে পর্যটন দপ্তরে তাদের ডেকে পাঠিয়েছেন ।
কিন্তু তারা সাফ জানিয়ে দেয় মন্ত্রীর সাথে বৈঠকে আগ্রহী নয় তারা । তাদের দাবী ফিরহাদ হাকিম , অভিষেক বন্দোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসবেনা তারা । অন্যদিকে আজও তাদের কাজ বন্ধ রেখে বাঘাযতীন পার্কের সামনেই অবস্থান বিক্ষোভ চালাবে বলে জানিয়েছে । তবে শুক্রবার শহরে কোনো মিছিল বের করবে না।
অন্যদিকে অশোক ভট্টাচার্য জানিয়েছেন এদের পেছনে কোনো বহিরাগত শক্তি আছে । পাশাপাশি এদিন বিভিন্ন ওয়ার্ডের কো অর্ডিনেটরদের নিজ নিজ এলাকা ঝাড়ু হাতে পরিষ্কার করতে দেখা গেল।