আলিপুরদুয়ার , ১৩ সেপ্টেম্বর : প্রাথমিক স্বাস্থ্য উপকেন্দ্রে নিজের ডিউটি করতে প্রবেশ করার সময় আচমকা ছিনতাইকারীদের খপ্পরে পড়লেন এক আশা কর্মী । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের অসম সীমান্তবর্তী বারবিশার ভলকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে ।
সকাল ১১.৩০ টা নাগাদ ওই মহিলা টোটো করে গ্রামপাঞ্চয়েত অফিসের পাশের উপস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন । তখন রাস্তাতে মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ করছিল এক যুবক বলে অভিযোগ । তিনি টোটো থেকে নেমে যখন স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করছিলেন ঠিক সেই সময় পেছন থেকে আরেক জন যুবক আচমকা ওই আশাকর্মীর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে থাকা যুবকের পেছনে বসে দ্রুতগতিতে অসমের দিকে চলে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ ।