ফালাকাটা , ২৪ মে : বিজেপির ১৯ নম্বর মন্ডল যুব মোর্চার উদ্যোগে ফালাকাটার ধুপগুড়ি মোড় বাজার জীবাণুমুক্ত করা হল । সোমবার বাজার উঠে যাবার পর ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের নেতৃত্বে বিজেপি কর্মীরা ধুপগুড়ি মোড় বাজার ও বাজার সংলগ্ন রাস্তার পাশের দোকান বাজার জীবাণুমুক্ত করেন । আগামীতে শহরের প্রতিটি বাজার সহ জনবহুল এলাকা জীবাণুমুক্ত করা হবে বলে জানান বিজেপির ১৯ নম্বর মন্ডল যুব মোর্চার সভাপতি চন্দ্রশেখর সিনহা ।