জলপাইগুড়ি , ৩ জুন : জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা উর্দ্ধমুখী । সংক্রমণ রুখতে এসজেডিএ উদ্যোগে চলছে শহরের ওয়ার্ড গুলি জীবাণুমুক্ত করার কাজ । প্রতিদিন সব জায়গায় চলছে জীবাণুমুক্তের কাজ । বৃহস্পতিবার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে জীবাণুমুক্ত করা হল । সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সদস্য তথা ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শৌভিক চৌধুরীর উপস্থিততে এদিন এলাকা জীবাণুমুক্ত করা হল ।
শৌভিক বলেন , এসজেডি এর উদ্যোগে ওয়ার্ডের বাসিন্দার কথা মাথায় রেখে আজকে জীবাণুমুক্ত করা হল এলাকা । অন্যদিকে আমরা দলীয়ভাবে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি । আক্রান্তরা বিপদে পড়লে পাশে এগিয়ে আসছি । এছাড়াও নিজেরাও প্রচার করছি । কিভাবে স্যানিটাইজার তৈরি করে বাড়ি ঘর পরিস্কার এবং এলাকা পরিস্কার রাখা হবে তার উদাহরণ দেওয়া হচ্ছে । এছাড়াও কোন সমস্যায় পড়লে দিবারাত্রি পরিসেবা দেওয়ার জন্য যোগাযোগ নম্বর 9832056989 ।