শিলিগুড়ি , ১০ মে : পাহাড়ের ত্রিবেণী কোভিড হাসপাতালের ওপর চাপ কমাতে কালিম্পংয়ের গভর্মেন্ট পলিটেকনিক কলেজকে সেফ হোম হিসেবে তৈরি করা হল। প্রথম অবস্থায় ৪০ টি বেড নিয়ে এই সেফ হোম তৈরি করা হচ্ছে । এরমধ্যে ৫ টি বেড রাখা থাকছে ইমারজেন্সি রোগীদের জন্য । থাকবে অক্সিজেনের ব্যবস্থা । কালিম্পং জেলা প্রশাসন ও পুরসভার তত্ত্বাবধানে এই সেফ হোম চলবে । প্রতিদিন দিনে দু’বার ডাক্তারদের ভিজিট থাকবে।