শুভম পাল :
শিলিগুড়ি , ২৮ অক্টোবর : প্রায় দেড় বছর পর নামকরণ হল শিলার ৩ শাবকের ।
প্রায় দেড় বছর ধরে সরকারিভাবে নামের অপেক্ষায় রয়েছে বেঙ্গল সাফারি পার্কের বাঘিনী শিলার ৩ শাবক । কোভিড সহ আরও নানা কারণে বাঘিনী শিলার ৩ শাবকের নামকরণ করতে পারেন নি মুখ্যমন্ত্রী । তবে জানা গিয়েছে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এসে নামকরণ করেছেন রয়েল বেঙ্গল বাঘ শিলার ৩ শাবকের । শিলার প্রথম তিন সন্তান রিকা , কিকা ও ইকার নামকরণ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই করেছিলেন। সেই কারণেই সাফারি কর্তৃপক্ষ আশায় ছিল শিলার দ্বিতীয় পক্ষের তিন সন্তানের নামকরণ ও করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তবে এর মাঝেই কেটে গেছে প্রায় দেড়টা বছর । বেঙ্গল সাফারি তে আসা পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রয়াল বেঙ্গল বাঘিনী শিলা ও তার তিন সন্তান ।
তবে এতদিন ধরে তিন সন্তানের সরকারিভাবে কোন নাম না থাকায় খানিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাফারি কর্তৃপক্ষকে । মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই পুর প্রশাসক গৌতম দেবকে লিখিত আকারে জানানো হয় শিলার ৩ সন্তানের নামকরণ এর বিষয়ে মুখ্যমন্ত্রী কে অনুরোধ করার জন্য । অবশেষে উত্তরবঙ্গ সফরে এসে শিলার তিন সন্তানের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা গিয়েছে । তবে এই নাম গুলি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি ।
জানা যাচ্ছে পরবর্তীতে বনদপ্তর এর পক্ষ থেকেই নামগুলি ঘোষণা করা হতে পারে । সাফারি ডাইরেক্টর বাদল দেবনাথ জানিয়েছেন , শিলার তিন সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই উচ্চপদস্থ বনদপ্তরের আধিকারিকদের জানানো হয়েছিল সেই তিন সন্তানের নামকরণ এর জন্য । পরবর্তীতে কোভিড ও অন্য নানা কারণে নামকরণ করা সম্ভব হয়নি । সম্প্রীতি প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবকে একটি লিখিত চিঠি দেওয়া হয় সাফারি কর্তৃপক্ষের তরফে । শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী বেঙ্গল সাফারি বাঘিনী শিলার তিন সন্তানের নামকরণ করেছে। তবে আমার কাছে এখন ও কোন লিখিত আদেশ এসে পৌঁছায়নি । তাই আগে থেকেই কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় ।