- যাত্রী বোঝাই অটোর সাথে লরির মুখোমুখি সংঘর্ষ
- ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ের কাছে ঘটনা
- ঘটনায় মৃত ৪আহত ২
খবর সময়, ইসলামপুর :
যাত্রী বোঝাই অটোর সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪ আহত ২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ণিয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে।আহতদের স্থানীয় বাসিন্দারা ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্নিয়া মোড়ের কাছে অটোটি পৌছাতেই শিলিগুড়ির দিক থেকে একটি লরি দ্রুত গতিতে তার সামনে চলে আসলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে লরিটি ওই অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।আহতদের অবস্থা খারাপ থাকায় তাদেরকে স্থানীয় বাসিন্দারা ইসলামপুরে মহকুমা হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।এই দূর্ঘটনার ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে।
অটো বিহার নম্বরে রেজিষ্ট্রেশন বলে জানা গিয়েছে।পুলিশ ঘাতক লরিটিকে আটক করলেও লরির চালক ও খালাসি পলাতক।এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।