উত্তরদিনাজপুর , ২৪ জানুয়ারী : স্কুল খোলার দাবিতে জাতীয় সড়ক অবরোধ এবং গণস্বাক্ষর অভিযান শুরু ABPTA এর ।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে ৩১ নম্বর জাতীয় সড়কে ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে । অবরোধের জেরে জাতীয় সড়কের লম্বা লাইন পড়ে যায় । পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স সহ ফায়ার ব্রিগেডের গাড়ি আটকে পড়ে । ABPTA জেলা সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরীর জানিয়েছেন , করোনা পরিস্থিতিতে যখন হাট-বাজার মিছিল-মিটিং শপিংমল রেস্তোরাঁ সবকিছুই চলছে তাহলে স্কুল খোলা যাবে না কেন । অবিলম্বে প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক । এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে । জনগণের রায় এবং গণস্বাক্ষর সম্বলিত এই দাবিপত্র উত্তর দিনাজপুর জেলা বিপিএসসি চেয়ারম্যান কে পাঠানো হবে । কাজ না হলে গোটা রাজ্য জুড়ে স্কুল খোলার দাবিতে ABPTA বৃহত্তর আন্দোলনের ডাক দেবে ।