শিলিগুড়ি , ৪ অগাস্ট : রাস্তা সংস্কারের দাবিতে পথ আটকে বিক্ষোভ এলাকাবাসীদের। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের রাস্তা আটকে বিক্ষোভ দেখান গঠমাবাড়ির বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হয়ে থাকার ফলে ধুলোয় ভরে গেছে এলাকা। এরফলে বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন মানুষ। বহুবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোন লাভ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল নিউ জলপাইগুড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং পথ অবরোধ তুলে দেন। ফুলবাড়ি ও ঘোষপুকুর এলাকার বাইপাস রোডটি একটি গুরুত্বপূর্ণ সড়কপথ হওয়ায় এই রাস্তার উপর দিয়ে প্রত্যেকদিন প্রচুর যানচলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পথচলতি মানুষকে।