শিলিগুড়ি , ২০ জুন : ফের পথ দুর্ঘটনা কাওয়াখালী এশিয়ান হাইওয়েতে । আহত দুই ।
দুর্ঘটনা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে । প্রশাসনের হাজারও চেষ্টাতেও মিলছে না সমাধান । দুর্ঘটনা এড়াতে নতুন করে কাওয়াখালী ট্রাফিক ফাঁড়ি তৈরি হলেও কমছে না দুর্ঘটনার সংখ্যা ।
সোমবার ফের সাত সকালে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই চালক । এদিন কাওয়াখালির একটি বেসরকারি হাসপাতালের সামনে এক সাইকেল আরোহীর সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে । পুলিশ এসে দু’জনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরবাইক এবং সাইকেলটিকে আউটপোস্ট ফাঁড়িতে নিয়ে আসেন । তবে পুলিশ সূত্রে জানা গেছে আহত দু’জনই মদ্যপ অবস্থায় ছিল । যার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে ।