আলিপুরদুয়ার , ২৯ মার্চ : পথ দুর্ঘটনায় এক গর্ভবতী মহিলা সহ আহত ৮ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে অসম সীমানা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের বারবিশা নিউ টাউন এলাকায় । স্থানীয়রা জানিয়েছেন , বারবিশা থেকে একটি ছোট যাত্রীবাহী গাড়ি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল । একটি ট্রেলরকে ওভার টেক করতে গিয়ে উল্টে যায় যাত্রীবাহী গাড়িটি ।
দুর্ঘটনার সময় ওই যাত্রীবাহী গাড়িতে প্রায় ১০ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন । সেই মহিলা যাত্রী কে উদ্ধার করে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। বাকিদের কামাখ্যাগুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । খবর পেয়ে বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ করে।