শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : ফের ট্রাক দুর্ঘটনা জলেশ্বরী বাজার সংলগ্ন কানকাটা মোড় ।
গত নভেম্বর মাসের ২৫ তারিখ ভয়াবহ দুর্ঘটনা ঘটে জলেশ্বরী বাজার এলাকায় । সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চার জনের । তারপর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে জলেশ্বরী বাজার এলাকায় করা হয় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি । আজ ফের ট্রাক দুর্ঘটনা জলেশ্বরী বাজার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ইস্টার্ন বাইপাস কানকাটা মোড়ে ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী একটি ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। প্রথম ট্রাকটি কে দ্রুত গতিতে পিছন থেকে ধাক্কা মারে ওভারটেক করতে যাওয়া দ্বিতীয় ট্রাকটি । ঘটনায় প্রথম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানের পিলার ভাঙ্গার পাশাপাশি দোকানের সামনে থাকা তিনটি মোটরবাইক একটি সাইকেল ও একটি ভ্যান এর উপর উঠে পরে । ওই দোকানে জিনিস কিনতে আসা এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে বাঁচে । ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায় এলাকায় । যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ । ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুটি ট্রাক চালককে ।