কালচিনি , ২৬ সেপ্টেম্বর : কালচিনি ব্লকের নিমতি এলাকায় স্কুটির ধাক্কায় মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির । মৃতের নাম হরেন হাজারী (৭০)। তিনি মেন্দাবাড়ির বাসিন্দা । সকালে কোনো কাজে সাইকেলে নিমতি গিয়েছিলেন তিনি । সেখানেই স্কুটির ধাক্কায় আহত হন হরেন । এরপর তাকে লতাবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে । মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনায় স্কুটি আরোহী মুক্তার আলম সামান্য আহত হয়েছেন । তিনি তার স্ত্রীকে নিয়ে এদিন পুলিশের চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন । সেখানেই এই দুর্ঘটনা ঘটে । মুক্তার আলম জানান ‘ তিনি স্ত্রীকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলেন , সেখানে আচমকা এই প্রবীণ তার সামনে চলে আসেন এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারেন।’