শিলিগুড়ি , ২৭ অগাস্ট : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর দেশি ও বিদেশি মদ।নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এর কাছে সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে তিনবাত্তি মোড় এলাকায় শ্যামল মোদক নামে এক ব্যক্তি তার খাবারের দোকানে প্রচুর মদ মজুত করে রেখেছে।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ক্রেতা সেজে ওই খাবারের হোটেলে ঢুকে নিউ জলপাইগুড়ি থানার তদন্তকারী অফিসারেরা।ভেতরে ঢুকতেই দেখা যায় হোটেলের ভেতরে মজুত রাখা হয়েছে প্রচুর দেশি-বিদেশি মদ।এরপর নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের তদন্তকারী পুলিশ অফিসাররা হোটেলের মালিক শ্যামল মোদক কে গ্রেপ্তার করে।ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।