মালদা , ২১ মে : মালদা মেডিকেল কলেজ চত্বরেই এক মহিলাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ । অভিযোগের আঙ্গুল হাসপাতালেরই চার নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ।
শুক্রবার গভীর রাতে রোগীর আত্মীয় এক মহিলাকে ওই চার নিরাপত্তাকর্মী একটি ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । এমনকি ওই মহিলার অশ্লীল ভিডিও তৈরি করে তারা ।
ইংরেজবাজার থানায় মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে এক অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । শনিবার সকালে আরও দু’জনকে আটক করা হয়।