কোচবিহার , ১৯ এপ্রিল : কুড়ি টাকার প্রলোভন দেখিয়ে নয় বছরের এক নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
নাবালিকা শিশুর পরিবার সূত্রে জানা গেছে , রবিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পার্শ্ববর্তী এলাকার সুনীল দত্ত (৬০) কুড়ি টাকার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকার শ্লীলতাহানি করে এবং জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ ।
পরবর্তীতে ওই নাবালিকা তার মাকে সমস্ত ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে সোমবার পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগে দায়ের করেন । ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে পুন্ডিবাড়ি এলাকায় ।
যদিও পুন্ডিবাড়ি থানা সূত্রে জানা গেছে , অভিযুক্ত সুনীল দত্ত কে গ্ৰেপ্তার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।