- পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ
- সেবকের করোনেশন সেতু অবরোধ
- ড্রাইভার সহ দুই পর্যটক নিখোঁজ
শিলিগুড়িঃ- তিস্তায় গাড়ি দুর্ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ তলিয়ে যাওয়া ড্রাইভার সহ দুই পর্যটক।সোমবার সকালে এই ঘটনায় প্রশাসনের উদ্ধারের কাজে ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি লাক্সারি ডাইভার ইউনিয়নের পক্ষ থেকে সেবকের করোনেশন সেতু অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
ডাইভারদের দাবি অবিলম্বে প্রশাসনকে নিখোঁজ পর্যটকের উদ্ধার করতে হবে।গত শুক্রবার গাজলডোবা তিস্তার জলে আমন গর্গ নামে এক পর্যটক এর দেহ উদ্ধার হলেও এখনো ড্রাইভার সহ আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছে।