শিলিগুড়ি , ২০ জুন : ভারতীয় সেনাতে নিয়োগে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প “অগ্নিপথ” এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় সেনাতে ভর্তি হতে ইচ্ছুক একাধিক যুবক-যুবতীরা। সেই মতই কেন্দ্র সরকারের এই প্রকল্পের বিরোধীতা করে সোমবার ডাক দেওয়া হয় ভারত বনধের।
তবে এদিন সকাল থেকেই শহর শিলিগুড়িতে এই বনধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি । প্রতিদিনের মতই এদিনও স্বাভাবিক রয়েছে জনজীবন । তবে বনধ সমর্থনকারীরা রাস্তায় নেমে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন গুরুত্তপূর্ণ মোড় গুলোতে পুলিশি তৎপর ছিল । এছাড়া কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ক্ষেত্রে শহরের প্রাণ কেন্দ্র হাসমিচকে মোতায়ন করা ছিল জল কামান ।