শিলিগুড়ি , ২০ জুন : রাস্তার অবস্থা বেহাল থাকায় আজ মাটিগাড়া ১ নং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ছাড়া গাছ লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় । সকল দলের লোকেরা একত্রিত হয়ে কাওয়াখালী , কলমজোত সহ দুর্গামন্দির এলাকার ওপর দিয়ে যাওয়া একটি মাত্র রাস্তার গর্তের জলে ধান গাছ লাগলেন । রাস্তার ওপরে কাদা হাঁটু জল জমে গিয়েছে । সেই জল-কাদার ওপর জাতীয় কংগ্রেসের সকল দলীয় কর্মীরা হাতে ধানের চারা নিয়ে সেই রাস্তার ওপর বুনতে শুরু করেন । কংগ্রেস নেতা সুব্রত কুন্ডু জানান , গত ৫ বছর ধরে রাস্তার একই অবস্থা । আজ তারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখালেন ।