শিলিগুড়ি , ১৯ সেপ্টেম্বর : শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি দিয়ে নেপালে প্রবেশের সময় এসএসবি ৪১ ব্যাটেলিয়ান চীনা নাগরিককে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিল ।
ধৃতের নাম লবসাং নিউমা (৩৫)। ধৃতের কাছে থেকে ভারতীয় আধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড , চীনের নাগরিক পরিচয়পত্র , মোবাইল সহ ভারতীয় ৩৫,৬৯০ টাকা ও নেপালের ৮৩,১০০ টাকা পাওয়া গেসে । ধৃত ব্যক্তি কর্নাটকের বৌদ্ধ মঠের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে । ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে পাঠানো হয় ।