কোচবিহার , ১৩ জুন : সুস্থ হওয়ার পরেও একাধিক বৃদ্ধ বৃদ্ধা করোনা আক্রান্তকে বাড়িতে ফিরিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছে না পরিবারের লোকজন। আর তাতে সমস্যায় পড়েছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল। বাধ্য হয়েই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাড়িতে দিয়ে আসার জন্য উদ্যোগী হয়েছে । কিন্তু তাতেও পড়তে হচ্ছে সমস্যায়।
গতকাল রাতে কোচবিহার শহর লাগোয়া শ্যামা প্রসাদ কলোনির ৭০ উর্দ্ধ এক প্রবীণ বাসিন্দাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে রাখতে যান কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার দিবেন্দ্যু দাস। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন ওই প্রবীণ বাসিন্দা সেখানে একটি বাড়িতে ভাড়া থাকেন। সেই বাড়ির বাথরুম কমন । তাই তারা তাকে রাখতে চাইছেন না। এরপরেই সেই প্রবীণ বাসিন্দাকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়।
দিব্যেন্দু দাস জানিয়েছেন, এরকম আরও দুজন রয়েছেন। যাদের মধ্যে পুন্ডিবাড়ির ৯০ উর্দ্ধ একজন এবং টাকাগাছ এলাকার বাসিন্দা রয়েছেন। তাদের বাড়ির লোকজনকে ফোন করলে পাওয়া যাচ্ছে না। তাই সুস্থ হওয়ার পরেও তাদের হাসপাতালেই থাকতে হচ্ছে। এতে হাসপাতালের বেড খালি হচ্ছে না। নতুন রোগী ভর্তি করার জায়গায় নিয়ে সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার।