শিলিগুড়ি , ১৩ জুন : ভ্যাকসিনের প্রথম ডোজ নেবার পরে গায়ে লেগে যাচ্ছে হাতা , খুন্তি , পয়সা এমন কি মোবাইল । টিভিতে বসে দেখছিলেন এই খবরটি । নাম নেপাল চক্রবর্তী , বয়স ৫৮ । শিলিগুড়ির ভারত নগর এর বাসিন্দা তিনি । তার সঙ্গেও যে এমনটা ঘটে যাবে তা তিনি ভাবতেও পারেনি ।
গত ৭ জুন নিয়েছিলেন করোনা টিকার প্রথম ডোজ । করোনার ভ্যাকসিন্ নেওয়ার পর শরীরে চুম্বকের মত আটকে যাচ্ছে ধাতব পদার্থ । আর তার সঙ্গে এমনটা ঘটতে তিনি ও অবাক হয়ে যান । পেশায় গাড়ির চালক নেপাল চক্রবর্তী । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় শিলিগুড়িতে ।
চামচ দিয়ে দুধ রুটি খেতে খেতে তিনি টিভিতে খবর দেখছিলেন । সেখানে তিনি দেখতে পান হিন্দিভাষী একটি চ্যানেলে এক ব্যাক্তির দুটো ভ্যাকসিন্ নেওয়ার পর তার শরীরে হাতা খুন্তি লেগে যাচ্ছে । ঠিক যেমন চুম্বকে লেগে যায় তেমনি । কৌতুহলবশত তিনিও নিজের শরীরে তা পরীক্ষা করতে গেলে দেখেন তার শরীরে পয়সা সহ হাতা , খুন্তি এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে । মুহূর্তেই তা জানাজানি হতে ভাইরাল হয়ে যায় । তিনি জানান , ভ্যাকসিন্ নেওয়ার পর তার শরীরে কোনো অস্বস্তি হয়নি । তবে কিছু ধাতব পদার্থ শরীরে আটকে যাওয়ার ঘটনায় তিনি অবাক হয়ে যান । পরে প্রশাসনের তরফে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাড়ি ফায়ার আসেন তিনি ।