মালদা, ২৩ মার্চ : করোনা ভাইরাস ঠেকাতে সোমবার বিকেল পাঁচটা থেকে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন সিদ্ধান্ত সরকারের । আর তার আগেই ব্যাপক দাম বাড়ল সবজি থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর।
সোমবার সকালে মালদা শহরের বিভিন্ন বাজারে দেখা যায় চাল, ডাল, আলু, পিঁয়াজ সহ নানান ধরনের শাকসবজি কিনতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। আর তারই সুযোগে চলছে ব্যাপক কালোবাজারি। ১৬ থেকে ১৭ টাকা কিলো দরে আলু বিক্রি হয়েছে ৪০ টাকায়। পেঁয়াজের দাম আকাশছোঁয়া। ১০০ টাকা কিলো দরের লঙ্কা প্রায় ৩০০ টাকায় বিক্রি হয়েছে। এরকম ভাবেই পেঁপে থেকে কোয়াস, সজনে থেকে বেগুন, ঢেঁড়স, ছীম, গাজোর, কাঁচকলা সহ নানান নিত্যপ্রয়োজনীয় সবজি এদিন ছিল আকাশছোঁয়া দাম।
যদিও বিক্রেতাদের বক্তব্য, আজ বিকেলের পর থেকেই সমস্ত কিছু লকডাউন। ২৭ মার্চ শুক্রবার রাত বারোটা পর্যন্ত চলবে এই পরিস্থিতি। তার মধ্যেই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর যোগানের দেওয়াটা মুশকিল । কারণ গাড়ি চলাচল করবে না। সব রকম পণ্য সামগ্রী ও একপ্রকার স্তব্ধ। এই পরিস্থিতিতেই খাদ্য সামগ্রী না পাওয়াতেই দাম বেড়েছে কয়েকগুণ।
ক্রেতাদের বক্তব্য, এব্যাপারে প্রশাসনকে নজরদারি চালানো উচিত। যদি এরকম ভাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কালোবাজারি হতে থাকে, তাহলে বিপাকে পড়বেন সাধারণ মানুষ।