মালদা , ১৩ নভেম্বর : পুরাতন মালদার মঙ্গলবাড়ী শরৎচন্দ্র মিনি মার্কেটে দুটি মুদিখানায় অতর্কিত হানা দিয়ে লক্ষাধিক টাকার অবৈধ মজুত করা বাজি আটক করে মালদা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের অর্থাৎ দুই দোকান মালিকের নাম তন্ময় দাস (২৮) এবং বিপ্লব ঘোষ (৪৬ ) । ধৃত দুই দোকানদারের বাড়ি পুরাতন মালদা মঙ্গলবাড়ী সামন্ডী কলোনী এলাকায়। আজ ধৃত ওই দুই দোকানদারকে মালদা জেলা আদালতে পাঠানো হয়।