মালদা , ২২ জুন : গত তিন দিন ধরে নিখোঁজ একাদশ শ্রেণীর এক ছাত্রীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ । ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবা ও ছেলের বিরুদ্ধে । নিখোঁজ ছাত্রীর পরিবারের লোকেরা পুরাতন মালদা থানায় অভিযুক্ত বাবা ও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । আর এই ঘটনাকে ঘিরে চারদিন ধরে চাপা উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালনা মহম্মদপুর এলাকায়।
বুধবার সকালে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে রক্তের দাগ দেখতে পান জনৈক কিছু মানুষ । এরপরই গ্রাম জুড়ে শোরগোল পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ । কিন্তু ওই পরিত্যক্ত বাড়ি এবং বাড়ি সংলগ্ন পুকুরে দিনভর অভিযান চালিয়েও নিখোঁজ ছাত্রীর সন্ধান পায়নি পুলিশ । তবে ঘটনাস্থল থেকে একটি মহিলাদের অন্তর্বাস উদ্ধার করেছে পুলিশ । সেটি ওই ছাত্রীর কিনা , তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস।
পুলিশ জানিয়েছে , ছাত্রী নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করার পাশাপাশি বুধবার সকালে খবর আসে যে , হালনা মহম্মদপুর গ্রামের একটি ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িতে কয়েক ফোটা রক্ত পড়ে রয়েছে । সেই খবর পেয়ে পুলিশ তদন্তে যায়। বাড়ি সংলগ্ন পুকুরে জাল ফেলে খোঁজ চালানো হয়। কিন্তু কোথাও কোনো রকম ভাবে ওই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। তবে তদন্ত চালিয়ে পুলিশ মহিলাদের একটি অন্তর্বাস পেয়েছে । সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে । তবে ওই রক্তের দাগ কিসের সেটিও পরিষ্কার করে জানাতে পারেনি তদন্তকারী পুলিশ কর্তারা।
পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন , অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । বিভিন্ন সূত্র ধরে ওই ছাত্রীর খোঁজ চালানো হচ্ছে । তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গা ঢাকা দিয়ে রয়েছে ।