কালিয়াগঞ্জ , ২১ জুন : কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ এলাকায় অবস্থিত সাড়ে সাত হাত কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । মঙ্গলবার প্রতিদিনের মতো নিত্য পূজার আয়োজন করার সময়ে নজরে আসে বিষয়টি ।
জানাজানি হতেই এলাকার লোকেরা জমায়েত হয় মন্দিরে । দুষ্কৃতকারীরা মন্দিরের গ্রিল টপকে পূজার সামগ্রী ও বাসন পত্র নিয়ে চম্পট দেয় । খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে । পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে । এই মন্দির বহু পুরানো কোন দিন চুরির ঘটনা ঘটেনি । চুরির ঘটনায় আতঙ্কে এলাকার মানুষ ।