কোচবিহার , ১৪ মে : চেন্নাই নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেনের কামরায় মোবাইল চুরির ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রেল পুলিশের কর্তব্য নিয়ে। জানা গেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার এক দম্পতি সুমন মন্ডল এবং তার স্ত্রী সোমা মন্ডল নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এর বাতানুকূল কামরাম ফিরছিলেন।
চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে আসার সময় বৃহস্পতিবার রাত দুটো নাগাদ কিশান্গঞ্জ স্টেশন পার হওয়ার পর সেই দম্পতি তাদের তিনটি এন্ড্রয়েড মোবাইল খুঁজে পাচ্ছিলেন না। এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে রেল পুলিশের উদাসীনতা নিয়ে। কি করে বাতানুকূল কামরা থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে ? দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়ে দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সুমন মন্ডল এবং সোমা মন্ডল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।