কালচিনি , ১১ মে : কালচিনি ব্লকের এক চা বাগানে এক নাবালিকার মৃত্যু ঘটনায় এক অভিযুক্ত যুবককে গ্ৰেপ্তার করে বুধবার আলিপুরদুয়ার কোর্টে পাঠাল হাসিমারা ফাঁড়ির পুলিশ । উল্লেখ্য গতকাল গভীর রাতে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নাবালিকার মৃত্যু হয় ।
মৃতদেহ কালচিনি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বুধবার পাঠিয়েছে । অভিযোগ দশ দিন আগে ওই নাবালিকা প্রতিবেশী যুবক সৌরভ এক্কা তার ওপর শরীরিক নির্যাতন করে বলে অভিযোগ । ওই যুবককে কামড় দিয়ে পালতে সক্ষম হয় নাবালিকা । পরবর্তীতে ওই নাবালিকা অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা স্থানীয় চিকিৎসা করে । গতকাল সে বেশি অসুস্থ হলে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে পরিবারের সদস্যরা নিয়ে যায় , সেখানে তার মৃত্যু হয় । পরিবারের সদস্যরা হাসিমারা ফাঁড়িতে অভিযোগ করে এবং পুলিশ অভিযুক্ত যুবককে গ্ৰেপ্তার করে । ঘটনার তদন্ত করছে পুলিশ।