মালদা , ২৮ মে : এলাকায় ঘোরাফেরা করছিল এক করোনা রোগী ও তার পরিবারের কয়েকজন । তাদেরকেই ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন প্রতিবেশী একটি পরিবার । আর সেই পরিবারকে শায়েস্তা করতেই প্রতিবাদী এক মহিলার গায়ে থুতু ছিটিয়ে সংক্রামন ছড়ানোর অভিযোগ উঠল ওই করোনা রোগীর পরিবারের বিরুদ্ধে । প্রতিবাদ করায় প্রতিবেশী ওই পরিবারের এক গৃহবধূকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি এবং মারধর করে অভিযুক্ত করোনা রোগীর পরিবার বলে অভিযোগ । বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার টিপাজানি এলাকায় ।
এই ঘটনায় আক্রান্ত ওই মহিলা ইংরেজবাজার থানায় হামলাকারী রবি হালদার , শম্ভু হালদার সহ তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ৩৫ বছর বয়সী আক্রান্ত এই মহিলা মালদা মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসা করার পর ইংরেজবাজার থানা এসে অভিযোগ দায়ের করেছেন। তাকে প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানী এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।আক্রান্ত ওই মহিলা পুলিশকে অভিযোগ জানিয়েছেন , প্রতিবেশী পরিবারের এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। ওই করোনা রোগী সহ তার পরিবারের লোকেরা অবাঞ্ছিত ভাবে লোকজনের সাথে মেলামেশা করছিল। এই নিয়েই ওই পরিবারের সদস্যদের বলা হয়েছিল, সুস্থ থাকতে গেলে বাড়িতে থাকা ভালো। চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । আর তাতেই ওই পরিবারটি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর এদিন সকালে বাড়িতে আমাকে একা পেয়ে গায়ে থুতু ছিটিয়ে মারধর শুরু করে। বাড়ি থেকে টেনে হিঁচড়ে রাস্তায় বার করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ । এরপর আমার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে , অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।