মালদা, ২৮ অগাস্ট : ২০০ গ্রাম ব্রাউন সুগার সহ মাদক কারবারীকে গ্রেফতার করলো পুলিশ।মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার খালতিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।ট্রেনে করেই ওই ব্রাউন সুগারগুলি বাইরে পাচার করার উদ্দেশ্যেই স্টেশনে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ধৃতদের নাম ইফতার শেখ। তার বাড়ি কালিয়াচকের নারাণপুর এলাকায়। ধৃত আরেক জনের নাম মহম্মদ রাজিউল শেখ।তার বাড়ি দারিয়াপুর এলাকায়।মঙ্গলবার রাতে গোপনসূত্রের খবরে পুলিশ খালতিপুর রেল স্টেশন রোড এলাকায় অভিযান চালায়। সেই সময় স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছিল ওই দুই মাদক পাচারকারী।তাদেরকে জেরা করতেই প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানিয়েছেন , উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ১০০ গ্রাম করে দু’টি প্যাকেটে এই ব্রাউন সুগার মোড়ানো ছিলো। কালিয়াচকের সীমান্ত এলাকা থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করে ট্রেনে করে ভিন রাজ্যে পাচার করাই উদ্দেশ্য ছিলো ওই দুই মাদক কারবারীর। তদন্ত করে দেখা হচ্ছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা l