শিলিগুড়ি , ৩০ সেপ্টেম্বর : শিলিগুড়ি পুরনিগম এর পক্ষ থেকে শহরে প্লাস্টিকের বহন ব্যাগের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে । তা সত্ত্বেও প্লাস্টিকের ক্যারিব্যাগ অবৈধভাবে শহরে পৌঁছে যাচ্ছে । বুধবার গভীর রাতে ভক্তিনগর থানার পুলিশ এবং এসওজি -র দল যৌথভাবে অভিযান চালিয়ে শিলিগুড়ি সেবক রোড এলাকায় অভিযান চালিয়ে লক্ষ লক্ষ টাকার প্লাস্টিক বাজেয়াপ্ত করে ।
কয়েকশো টন প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে । প্লাস্টিকের ক্যারিব্যাগ সেখানে লুকানো ছিল । শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে প্লাস্টিকের ক্যারিব্যাগ পাঠানোর পরিকল্পনা ছিল । বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগম এর কর্মকর্তারা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেন।