আলিপুরদুয়ার , ২৪ নভেম্বর : লাগাতার বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকার বাসিন্দারা । গতকাল রাতে ও বক্সা জঙ্গল থেকে হাতির দল দক্ষিণ লতাবাড়ি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায় হাতির দল । এলাকার বাসিন্দাদের জমির ফসল নষ্ট করে । গ্ৰামবাসীরা সবাই পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করে ।
পরবর্তীতে ঘটনাস্থলে বনদপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হয় । এলাকার বাসিন্দারা জানান প্রতিনিয়ত রাতে হাতির দল হানা দিচ্ছে ।