শিলিগুড়ি , ১৭ এপ্রিল : বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার মাঝেই ফের মাথাচাড়া দিল করোনার আতঙ্ক । এবার করোনায় সংক্রমিত হল ফাঁসিদেওয়া বিধানসভা এলাকার খড়িবাড়ির রিজার্ভ প্রিসাইডিং অফিসার । ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়েছে । জানা গিয়েছে , শিলিগুড়ির বাসিন্দা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষককে রিজার্ভ প্রিসাইডিং অফিসার হিসেবে খড়িবাড়ি বিডিও কার্যালয়ে রাখা হয়েছিল । গত তিনদিন ধরে ওই ভোট কর্মী শারিরীক অসুস্থতায় ভুগছিলেন ।
শুক্রবার শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে তাদের দায়িত্ব ভাগ করে খড়িবাড়ি পাঠানো হয়। এরপর এদিন সকালে তাদের র্যাপিড এন্টিজেন টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পরে ভোট কর্মীদের মধ্যে । ডিসিআরসি থেকে একটি বাসে একসঙ্গে আসার পাশাপাশি ৮৮ জন ভোটকর্মী একসঙ্গে ছিলেন । পাশাপাশি ২০ জন একসঙ্গে রাতে ছিলেন । ফলে আতঙ্কে রয়েছেন ভোট কর্মীরা । এদিন সকালে ওই ভোট কর্মীকে প্রথমে খড়িবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয়। রিপোর্ট পজেটিভ আসার পর তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয় । পাশাপাশি বিডিও কার্যালয় সম্পূর্ণ স্যানিটাইজ করা হয় বলে জানিয়েছেন খড়িবাড়ি বিডিও নিরঞ্জন বর্মন।