জলপাইগুড়ি , ৩ সেপ্টেম্বর : মালবাহী ট্রেনের তলায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা সেতু সংলগ্ন এলাকায়।
মৃত ব্যক্তির নাম বিশ্বজিত সূত্রধর। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকার বাসিন্দা তিনি। জলপাইগুড়ি একটি কাপড়ের দোকানের কর্মী ছিলেন বিশ্বজিৎ। ৪৫ বছর বয়স এই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেননি। পরে মৃতের জামার পকেটে থাকা আধার কার্ড, এটিএম কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখে তাঁকে চিহ্নিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশের কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা । ওই ব্যক্তি কি কারণে আত্মঘাতী হয়েছেন তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।