মালদা , ২ সেপ্টেম্বর : হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের আবার বড় ধরনের সাফল্য । কিডন্যাপ হয়ে যাওয়ার ২৭ দিন পর কলকাতা থেকে এক নাবালিকাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সেইমুল আলির ছেলে আফতাব আলি (১৮) কুশিদা এলাকার ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে নিখোঁজ হয়ে যায় বলে খবর । হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকা মেয়ের বাবা । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । ২৭ দিন ধরে তল্লাশি চালানোর পর বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মোবাইল ফোন ট্র্যাক করে কলকাতা থেকে ছেলে ও মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে বলে খবর । বৃহস্পতিবার অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় । মেয়েকে মালদা হোমে পাঠানো হয় ।
অভিযুক্ত ছেলে আফতাব আলি জানান মেয়েটির সঙ্গে তার দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল । মেয়ের বাবা নাবালিকা মেয়ের বিয়ে অন্য ছেলের সঙ্গে ঠিক করলে মেয়েটি প্রেমের টানে তার কাছে চলে আসে । তারা পুলিশের ভয়ে কলকাতা পালিয়ে যায় । অপহরণের অভিযোগ একেবারে মিথ্যা বলে জানান আফতাব ।