মালদা , ৩১ মে : মদ্যপ অবস্থায় বৃদ্ধ মাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে । রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কচুপুকুর এলাকায় । এই ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্ত স্বপন দাসকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । পাশাপাশি ঘটনাটি নিয়ে মৃতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন । রাতেই তদন্তে যায় হবিপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম বাসন্তী দাস (৬০)। তার স্বামী দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন। পরিবারে তিন ছেলের মধ্যে অভিযুক্ত স্বপন দাস ছোট। পাশাপাশি আরও দুই সাবালক ছেলে নয়ন এবং বিফল দাস তারা মানসিক প্রতিবন্ধী হলে কোনরকমে সংসার চলছিল ওই বৃদ্ধার। রবিবার রাতে মা ও ছেলের মধ্যে তুমুল অশান্তি হয় । এরপর মদ্যপ অবস্থায় অভিযুক্ত ছেলে স্বপন দাস বাঁশ দিয়ে পিটিয়ে এবং তার মায়ের মাথা থেতলে খুন করে বলে অভিযোগ।