শিলিগুড়ি , ৪ মার্চ : ভাইকে খুনের অভিযোগ উঠল । আজ সকালে শংকর কর্মকার নামে এক যুবককে খুনের অভিযোগ উঠল নিজের পিসতুতো ভাইয়ের বিরুদ্ধে । শঙ্করের বয়স আনুমানিক ৩০ । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের৩৬ নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগর এলাকায় ।
ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ । পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা । শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠা য়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।