উত্তর দিনাজপুর , ২৮ এপ্রিল : অতিমারি করোনার প্রকোপ প্রতিরোধে রাজ্যের অন্যান্য শহরে যখন পুলিশ কড়া ব্যবস্থা গ্রহন করছে তখন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের চিত্রটা একেবারে আলাদা । সাধারন মানুষ থেকে পথ চলতি মানুষ সকলেই মাস্ক ব্যবহার করছেন স্বতঃস্ফূর্ত ভাবেই। প্রায় ৯০ শতাংশ রায়গঞ্জ শহরের মানুষ ব্যবহার করছেন মাস্ক। সচেতন হয়েই মাস্কের ব্যবহার করছেন তারা। শুধু নিজেরাই নয় , অন্য আর কেউ যদি মাস্ক না ব্যাবহার করে থাকেন তাদেরও মাস্ক ব্যবহারের জন্য আবেদন করছেন রায়গঞ্জবাসী ।
অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও । মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯১২০ জন , যারমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৭২৬ জন , মৃত্যু হয়েছে ৮২ জনের। রায়গঞ্জ শহরেও ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আর তাই স্বতঃস্ফূর্ত ভাবেই রায়গঞ্জের শহরের মানুষ মাস্কের ব্যবহার করছেন। জেলা বা রাজ্যের অন্যত্র যেখানে মাস্কের ব্যাবহার বাড়াতে পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হচ্ছে। কোথাও পুলিশকে কড়া পদক্ষেপও নিতে হচ্ছে বা মাস্ক না পড়ার জন্য গ্রেপ্তারের মতও পদক্ষেপ নিতে হচ্ছে পুলিশকে সেখানে রায়গঞ্জ শহরের পথ চলতি সাধারন মানুষ থেকে অটো টোটো চালক বা ভ্যানরিকশা চালকেরাও মাস্ক পরেই তাদের দৈনন্দিন কাজ করছেন। সারা রাজ্যের তুলনায় রায়গঞ্জ শহরের এই ছবি এক অনন্য নজির গড়েছে বলাই যায় ।