মালদা , ২০ জুন : এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল বামনগোলা থানার পুলিশ । গ্রেপ্তার ৬ । এদের মধ্যে পাঁচ জন মহারাষ্ট্রের বাসিন্দা । উদ্ধার হয়েছে চুরি যাওয়া নগদ টাকা এবং কিছু সামগ্রী ।
সোমবার এক সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব । তিনি জানান গত ১১ মে বামনগোলা থানার কান্তিপাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বামনগোলা এবং পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ।
তদন্ত শুরু করে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় । ধৃত পাঁচ জনই মহারাষ্ট্রের বাসিন্দা । তাদের মধ্যে একজনের নামে মুম্বাইয়ের কয়েকটি মামলা রয়েছে । তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নগদ ৭০ হাজার টাকা , ৫ ভরি সোনা এবং ৬ কেজি ৮০০ গ্রাম সিলভার। এই ডাকাতির ঘটনায় আরও দু’জনের নাম জানতে পেরেছে পুলিশ । বাকিদের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ।